মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কালীগঞ্জে বালুর ট্রাক কেড়ে নিলো স্ত্রী রেহানার প্রাণ, হাসপাতালে পাঠালো স্বামীকে! - স্বপ্ন বার্তা

কালীগঞ্জে বালুর ট্রাক কেড়ে নিলো স্ত্রী রেহানার প্রাণ, হাসপাতালে পাঠালো স্বামীকে! - স্বপ্ন বার্তা

ঈদের কেনাকাটা নয়ন রেহানার পরিবারের জন্য। ঘাতক ট্রাক কেড়ে নিল রেহানার প্রাণ, স্বামী নয়ন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কলেজ মোড় এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে।


প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সোয়া ১১টায় শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের শেখ নয়ন হোসেন (৩০) তার স্ত্রী রেহানা পারভীনকে (২২) সঙ্গে নিয়ে নাজিমগঞ্জ বাজারে যাচ্ছিলেন। শ্যামনগর থেকে কালীগঞ্জ সড়কের কালীগঞ্জ কলেজ রোডে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক (যশোর-ট-১১-৩৩১৮) তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই স্ত্রী রেহানা পারভীন মারা যান।


খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সতর্ক দল দ্রুত স্বামী-স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রেহানাকে মৃত ঘোষণা করেন এবং স্বামী শেখ নয়নের হাতে ব্যান্ডেজ করে চিকিৎসা সেবা দেন।


কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ এবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালককে এখনো আটক করা যায়নি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: